05 । Write a letter to him describing the importance of physical exercise । শারীরিক ব্যায়ামের শুরুত্ব সম্পর্কে জানিয়ে তােমার ভাইকে একটি চিঠি লেখ । Letter-Writing ।

👉Your younger brother does not know the importance of physical exercise. Now, write a letter to him describing the importance of physical exercise.

মনেকর, তােমার ছাট ভাই শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে জানে না। শারীরিক ব্যায়ামের শুরুত্ব সম্পর্কে জানিয়ে তােমার ভাইকে একটি চিঠি লেখ।

05 । Write a letter to him describing the importance of physical exercise । শারীরিক ব্যায়ামের শুরুত্ব সম্পর্কে জানিয়ে তােমার ভাইকে একটি চিঠি লেখ । Letter-Writing ।
Write a letter to him describing the importance of physical exercise.

January 10, 2021
Jhalakathi

My dear brother,
First of all take my love. I hop this letter will discover you hale and hearty. We are all dwelling in peace. Don`t trouble approximately us. But I'm amazed to recognise which you do not take correct care of your fitness. You aren't taking bodily exercising also.

 Brother, please, concentrate to my advice. Good fitness could be very lots important. Without correct fitness you can not do any paintings properly. You can not revel in your lifestyles with out it. Your lifestyles turns into a burden. Don't you realize that a valid thoughts dwells in a valid frame? As you're a student, you have to take correct care of your fitness. If you come to be unwell at some stage in the exam, you cannot do nicely withinside the exam. But in case you continue to be stout, your correct fitness will encourage you to reduce an excellent discern withinside the exam. You can provide extra interest in your study. So, to preserve your frame fit, you want to take bodily exercising regularly. It will boom the blood stream during your frame. It can even make your muscle strong. So, I suppose from now you'll take bodily exercising everyday.

 No extra today. Take correct care of yourself.

Your loving brother.
Abir

বঙ্গানুবাদ :

জানুয়ারী 10, 2021
ঝালকাঠি

আমার ভাই,
সর্বপ্রথম তুমি আমার ভালাবাসা নাও। আশা করি, এই চিঠি, তােমাকে সুস্থ ও সতেজ করবে। আমরা শান্তিতে বসবাস করছি। আমাদের নিয়ে তুমি ভেবাে না। কিন্তু আমি একথা জেনে অবাক হই যে, তুমি ঠিকমতাে তােমার স্বাস্থ্যের যত্ন নাও না। তুমি শারীরিক ব্যায়ামও করছ না।

ভাই, প্লিজ আমার উপদেশটা মনােযােগ দিয়ে শােন। ভালাে স্বাস্থ্য খুবই দরকারী। সুস্বাস্থ্য ছাড়া তুমি কোন কাজই ভালাভাবে করতে পারবে না। সুস্বাস্থ্য ছাড়া তুমি জীবনকে উপডােগ করতে পারবে না। তখন তােমার জীবনকে একটা বােঝা বলে মনে হবে। তুমি কি জান না যে, সুস্থ শরীরে সুস্থ মন বিরাজ করে? যেহেতু তুমি একজন শিক্ষার্থী, তাই তােমাকে অবশ্যই তােমার স্বাস্থের ব্যাপারে যত্নবান হতে হবে। পরীক্ষার সময় যদি তুমি অসুস্থ হয়ে পড়, তাহলে তুমি পরীক্ষায় ভালাে করতে পারবে না। আর যদি তুমি সুস্থ থাক, তাহলে তােমার সুস্বাস্থ্য তােমাকে ভালাে ফলাফল এনে দিবে। তাহলে তুমি পড়াশুনায় বেশি মনােযােগ দিতে পারবে। শরীর সুস্থ রাখতে হলে তােমাকে নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। এতে তােমার সমস্ত শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। এতে তােমার পেশিও শক্ত হবে। তাই, আমি মনে করি এখন থেকে তুমি প্রতিদিন ব্যায়াম করবে।

আজ আর নয়। তােমার যত্ন নিও।

আপনার প্রেমময় ভাই।
আবির

Post a Comment

Previous Post Next Post