👉পরীক্ষায় একটি Dialogue লেখার জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা দেয়া থাকবে। প্রশ্নে প্রদত্ত বিষয়বস্তু অনুযায়ী সম্পূর্ণ বিষয়টি কমপক্ষে ৭-৮টি pair-এ উপস্থাপন করতে হবে। Dialogue-a informal English contraction, notion/function খুবই গুরুত্ববহ। তাছাড়া, minor sentence, ques, tag ও regular interruption-এর দিকেও বিশেষ নজর দিতে হবে।
Dialogue কী ?
দুজন ব্যক্তির মধ্যে কোন ঘটনা বা বিষয়কে উপলক্ষ করে যে কথাবার্তা হয় তাকে কথােপকথন বা Dialogue বলে। আজকাল আরাে ব্যাপক পরিসরে Dialogue ব্যবহৃত হয়। দুই বা ততােধিক ব্যক্তির মধ্যে কোন বিষয়ে যে কথাবার্তা তাকেও Dialogue বলা হয়।
How to write a dialogue ? |
Question Part এ একটি Situation দেয়া থাকবে। এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের একটি Dialogue লিখতে হবে। Dialogue-এর Question ও Answer যথাসম্ভব ছােট হওয়া উচিত। Dialogue writing-এর ক্ষেত্রে Tag Question-এর ব্যবহার করা যায়। একই কথা একাধিকবার Repeat করা উচিত নয়। বিষয়টি অবশ্যই তথ্যসমৃদ্ধ ও যৌক্তিক হওয়া উচিত। যথাসম্ভব নাটকের সংলাপের মতাে লেখা উচিত। হাতের লেখা অবশ্যই সুন্দর হওয়া দরকার।
কিভাবে Dialogue লিখতে হয়?
- Dialogue লিখতে শুরু করার পূর্বে বিষয়বস্তুর বিভিন্ন দিক সম্পর্কে সুগভীর চিন্তা করতে হবে।
- এক একটি দিকের পক্ষের যুক্তি এক একজন বক্তার মাধ্যমে প্রকাশ করতে হবে।
- Dialogue-এর প্রত্যেকটি বাক্য ছােট, স্পষ্ট এবং যথাযথ হবে।
- Dialogue লিখতে চিন্তাধারা এমনভাবে সাজাতে হবে যেন স্বাভাবিকরূপে একটির পর একটি আসে।
- পাণ্ডিত্যপূর্ণ শব্দ Dialogue-এ ব্যবহার করা উচিত নয়।
- Dialogue-এর ভাষা সহজ ও সংক্ষিপ্ত হতে হবে।
- Dialogue-এ বক্তার নাম ও তার কথাকে (:) চিহ্ন দ্বারা পৃথক করতে হয়।
- একই কথা বারবার Repeat করা যাবে না।
- Dialogue-এ Tag Question ব্যবহার করা যায়।
- বিষয়টি অবশ্যই তথ্যসমৃদ্ধ ও যৌক্তিক হতে হবে।
- যথাসম্ভব নাটকের সংলাপের মতাে Dialogue হওয়া উচিত।
- Dialogue লিখবার সময় কিছু শব্দের সংক্ষিপ্ত রূপের ব্যবহার করতে হবে, নিচে তা দেখানাে হলাে :
প্রয়ােজনীয় তথ্য :
প্রশ্নপত্রে একটি Situation দেয়া থাকবে। এর উপর ভিত্তি করে পরীক্ষার্থীদের একটি Dialogue লিখতে হবে।
Post a Comment