👉Write a letter to your foreign pen friend describing your country.
আপনার দেশ বর্ণনা করে আপনার বিদেশী কলম বন্ধুকে একটি চিঠি লিখুন।
Write a letter to your foreign pen friend describing your country. |
Baganbari
Dear Bithi,
13-01-21
I am very happy to receive your letter. I hope you are well. I'm fine too. You want to know about my country. Now I am describing my country.
The country is located in Southeast Asia. Its east-west and north borders are bounded by the territory of India. The land area of the country is about 55,600 square miles. It is a very densely populated country. The country lags behind in industry and education. Bangladesh is a riverine country. Many rivers are spread over the country. The country has the largest beach in the world - Cox's Bazar beach. The country has some historical places. Paharpur, Mainamati Bihar, Sainargaon and Dhaka city are some of them. Bangladesh is the queen of beauty. Its natural beauty captivates our eyes. Most of them are Muslims. Hindus, Buddhists, Christians and tribal people also live here. People of all faiths, castes and creeds live in peace.
Not today. Greetings to your parents and love to the children.
Yours ever,
Sima
বঙ্গানুবাদ :
বাগানবাড়ি
দেয়ার বীথি,
১৩-০১-২১
তােমার পত্র পেয়ে খুবই আনন্দিত। আশা করি ভালাে আছ। আমিও ভালাে আছি। তুমি আমার দেশ সম্পর্কে জানতে চেয়েছ। এখন আমার দেশের কথা বর্ণনা করছি।
দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত। এর পূর্ব-পশ্চিম এবং উত্তর সীমান্ত ভারতের ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত। দেশটির মােট আয়তন প্রায় ৫৫,৬০০ বর্গ মাইল। এটি অতি ঘনবসতিপূর্ণ দেশ। দেশটি শিল্প ও শিক্ষায় পিছিয়ে পড়া। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। অনেক নদী দেশের উপর ছড়িয়ে রয়েছে। দেশটির রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত-কক্সবাজার সৈকত। দেশটির কিছু ঐতিহাসিক জায়গা রয়েছে। পাহাড়পুর, ময়নামতী বিহার, সােনারগাঁ এবং ঢাকা শহর তাদের কয়েকটি। বাংলাদেশ হলাে সৌন্দর্যের রাণী। এর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখ জুড়িয়ে দেয়। অধিকাংশ লােক মুসলিম। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও উপজাতীয় লােকেরাও বাস করে। সকল বিশ্বাস, বর্ণ, প্রথার লােকেরা শান্তিতে বাস করে।
আজ আর নয়। তােমার পিতা-মাতাকে সালাম ও ছােটদেরকে ভালােবাসা দিও।
তোমার সর্বদা,
সিমা
Post a Comment