👉Suppose, you are Anana. Your friend is Rakhi. Your friend sent you a nice gift on your last birthday, Now, write a letter to her thinking for the gift.
মনে কর, তুমি অনন্যা। তােমার বন্ধু রাখি। তােমার বান্ধবী গত জন্মদিনে তােমাকে একটি সুন্দর উপহার দিয়েছে। এখন, তােমার বন্ধুকে সুন্দর উপহারটির জন্য ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখ।
Our friend sent you a nice gift on your last birthday, Now, write a letter to her thinking for the gift. |
430/3. West Rampura
Dhaka
My dear Rakhi,
Take my love from the center of my heart. I wish you're all right. I am additionally well. I actually have obtained your exceptional present on my birthday.
It could had been a first rate pride in case you had joined my birthday ceremony. I recognize you couldn't attend because of your contamination however you've got got despatched me a pleasant present. My heartiest thank you for the book `Mahanika Sucitra Sen' via way of means of Arvind Mitra entire works of Sucitra Sen you despatched me at the occasion. Sucitra Sen is one in every of my maximum favored actress. She turned into a flexible genius. Her Sagorika, Harano Sur, Sapmochan, Prio Bandhopi, Dip Jele Jai, Sabar Upore, entice me much. I actually have had plenty of provides at the day. But yours one is the first-class of all.
I am well. Hoping you to be hale and hearty.
Sincerely yours.
Anana
বঙ্গানুবাদ :
430/3 পশ্চিম রামপুরা
ঢাকা
আমার প্রিয় রাখি,
আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালােবাসা নিও। আশা করি তুমি ভালাে আছ। আমিও ভালাে আছি। আমার জন্মদিনে তােমার দেওয়া উপহারটি আমি পেয়েছি।
তুমি যদি আমার জন্মদিনে যােগদান করতে পারতে তাহলে অনেক মজা হতাে। আমি জানি তােমার অসুস্থতার কারণে যােগদান করতে পারনি। কিন্তু একটি সুন্দর উপহার পাঠিয়েছ। অরবিন্দ মিত্রের 'মহানায়িকা সূচিত্রা সেন'। সূচিত্রা সেনের উপর অনবদ্য একটি বই তুমি এ অনুষ্ঠানে উপহার হিসেবে পাঠিয়েছ বলে তােমায় আন্তরিক ধন্যবাদ। সূচিত্রা সেন আমার একজন প্রিয় অভিনেত্রী। সে বহুগুণের অধিকারী। তাঁর 'সাগরিকা', 'হারানাে সুর', 'শাপমােচন', "প্রি বান্ধবী', দ্বীপ জ্বেলে যাই', 'সবার উপরে' আমাকে বেশি আকৃষ্ট করেছে। ঐ দিন আমি অনেক উপহার পেয়েছি। কিন্তু তােমার উপহারটি সবচেয়ে ভালাে ছিল।
আজ আর নয়। বড়দের শ্রদ্ধা ও ছােটদের জন্য ভালােবাসা।
আন্তরিক আপনার।
অনন্যা
Post a Comment