👉Composition শব্দটির আভিধানিক অর্থ কোন বিষয়ের উপর সংক্ষিপ্ত ও সুচিন্তিত রচনা। এ জাতীয় রচনার শিল্পগুণ রয়েছে অর্থাৎ যে কোন ক Composition নয়। এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। বাংলায় একে প্রবন্ধ বলে। প্রবন্ধের এসব বৈশিষ্ট্যের মধ্যে Order শৃঙ্খলা বা বিন্যাস, Restraint সংযম, Economy পরিমিতি বােধ Suggestiveness আরাে কিছু ইঙ্গিত করার ধর্ম ও লেখকের নিজস্ব রচনাশৈলী প্রভৃতি। এগুলাে থাকলেই কেবল রচনাকে প্রবন্ধ বলা যাবে। Composition নানা ধরনের হতে তবে, সাধারণত Composition চার প্রকারের হতে পারে। যথা :
Composition writing method. |
A. Narrative (ঘটনা প্রধান) Composition : বাহ্যিক ঘটনাবলির বর্ণনা এ জাতীয় Composition এর মুখ্য বিষয়। নিম্নবর্ণিত বিষয়াদি এ Narrative Composition অন্তর্ভুক্ত হতে পারে (i) Historical accounts of legends কিংবদন্তিদের ঐতিহাসিক বিবরণ , (ii) Biographic জীবনালেখ্য, (iii) দুর্ঘটনার বিষয় বা প্রাকৃতিক বিপর্য়, (iv) ভ্রমণ কাহিনী। কোন কাহিনী বাস্তব বা কাল্পনিক কোন গল্প Narrative essay সাধারণত্ত Objective (নৈর্ব্যক্তিক) হয়।
B. Descriptive Composition : বর্ণনা প্রধান গল্প যে রচনায় ঘটনার চেয়ে বর্ণনার প্রাধান্য পায় তাকে Descriptive Composition বলে। সাধারণভাবে স্থির বস্তু, যেমন- Animals, plants, towns, countries, buildings প্রকৃতির বাহ্যিক রূপ ও প্রাকৃতিক ঘটনা। যেমন- বর্ষা, বন্যা, ঝড় প্রভৃতি শিল্পজাত কোন জিনিস ইত্যাদি এ জাতীয় প্রবন্ধের বিষয় হতে পারে।
C. Reflective Composition (চিন্তামূলক রচনা) : এই জাতীয় সম্বন্ধের বিষয় স্বাভাবিকভাবেই Object (বিমূর্ত) হয় এবং তাতে লেখকের ব্যক্তিগত চিন্তা-ভাবনা-অনুভূতির প্রকাশ ঘটে। The following things from the subject matter of reflective composition, such as.
i. habit, character, beauty, etc. (অভ্যাস, চরিত্র, সৌন্দর্য ইত্যাদি)
ii. Social, political and domestic topics (সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক কোন বিষয়)
iii. Philosophical subjects (দার্শনিক বিষয়)
iv. Moral religious and theological topics (নৈতিক ধর্মীয় এবং ধর্মতাত্ত্বিক বিষয়)
D. Expository Composition : এ জাতীয় রচনাতে যুক্তি তর্ক ও প্রমাণাদি সাপেক্ষে ঘটনার বিশ্লেষণ থাকে। লেখকের উপস্থাপিত বিষয়ের যে দিকটা তিনি দাঁড় করতে যান, তার পক্ষে-বিপক্ষে প্রয়ােজনীয় তথ্যাদির সন্নিবেশ ঘটানাে এবং বিষয়ের বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে শেষ সিদ্ধান্তের পৌছাতে হয়।
একটুখানি তাকালেই বুঝা যাচ্ছে ৪ প্রকারের Composition এর মধ্যে প্রথম দুটির বিষয় হচ্ছে Concrete অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য এবং পরের দুটির বিষয় হচ্ছে Abstract অর্থাৎ মন ও মগজ দ্বারা উপলব্ধি করতে হয়। প্রথম দুটির ক্ষেত্রে লেখকের Approach হচ্ছে Objective আর পরের দুটির ক্ষেত্রে তা হবে Subjective (একান্ত ব্যক্তিক)।
এখন আমরা দেখব কিভাবে প্রবন্ধ লিখতে হয়? How to write an composition? নিচের পদ্ধতি অনুসারে চেষ্টা করতে হবে :
১. প্রথমে Composition এর বিষয়টি ভালাে করে বুঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ বিষয় নির্বাচন করে তার উপর কিছুটা চিন্তা করে নিতে হবে।
২. অতঃপর বিষয়টির দৃষ্টিগােচর বিভিন্ন দিক (aspects) চিন্তা করে বের করতে হবে।
৩. বিষয় যাই হােক, সর্বপ্রথমে ছােট্ট একটা সূচনা লিখতে হবে এবং সূচনা Paragraph পূর্বেই Topic টা কি তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৪. তারপর চিন্তা করে বের করা প্রত্যেকটা Aspect কে এর উপর ১টা করে Paragraph লিখতে হবে।
৫. এক Para থেকে অপর Para তে যেতে স্বাভাবিক সংযােজক বা Linker ব্যবহার করতেঁ হবে।
৬. তার পর প্রবন্ধ শেষ করতে হবে আর একটা Para লিখে। একে বলা হয় Concluding para যাতে ঐ বিষয়ের উপর পরিসমাপ্তিমূলক কিছু কথা বা বাক্য যা পড়ে পাঠকের মনে হবে ঐ বিষয় সম্পর্কে আর তেমন কিছুই বলার নেই।
৭. সর্বশেষ Composition টি আগা-গােড়া পড়ে দেখতে হবে কোন ভুল-ক্রুটি আছে কি না। থাকলে তা দূর করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে Essay আকারে কত বড় হবে। এ ব্যাপারে কোন বাঁধা-ধরা নিয়ম নেই। তবে ব্যবহার যােগ্য শব্দ সংখ্যা উল্লেখ করা যেতে পারে। সেক্ষেত্রে লিখিত Composition এর মধ্যে যেসব শব্দ Content word নয়, তা গণনা থেকে বাদ দেওয়া যেতে পারে। যেমন- a, an, the (article), preposition, conjunction, interjection গণনা থেকে বাদ দেয়া যেতে পারে। এমনকি Auxiliary ও বাদ দেয়া যাবে।
Post a Comment