04 । Strategies for writing multiple Paragraph । একাধিক Paragraph-লেখার কৌশল । E.g. A rickshaw puller । A farmer । A day labor, ইত্যাদি । Freehand-Writing-Tips ।

👉To write the following Paragraphs, you have to write the name of the Paragraphs in 'Zero Space'.

নিচের Paragraph গুলো লিখতে 'শূন্যস্থানে' Paragraph-টির নাম লিখতে হবে।

04 । Strategies for writing multiple Paragraphs । একাধিক Paragraph-লেখার কৌশল । E.g. A rickshaw puller । A farmer । A day labor । Freehand-Writing-Tip ।
Strategies for writing multiple Paragraphs.

(1) A rickshaw puller । একজন রিকশা চালক ।
(2) A street hawker । একজন রাস্তার ফেরিওয়ালা ।
(3) A railway porter । একজন রেলওয়ে কুলি ।
(4) A farmer । একজন কৃষক ।
(5) A day labor । একজন দিনমজুর ।

Answer : A ----- is a very well known person in our country. He lives a very simple life. He eats day after day. He has to work all day. She is very hardworking and hardworking. He does not know what rest is. He works just like a machine. He wakes up very early in the morning and goes out to work. It doesn't matter if the day is too late or rainy, he has to go to work. Despite his hard work, his income is not enough to support his family. Her sons and daughters do not get proper education and her family members do not get proper medical facilities. He somehow supports his family. He usually lives in a cottage. Sometimes he and his family go hungry. In a word, he lives a very chaste life. When she can buy something special for her family, her joy knows no bounds. She always tries to satisfy the needs of her family members. Although he serves the nation, he is often deprived of his rights. So, we should help him so that he can lead a decent life.

অনুবাদ : একজন ----- আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। সে খুব সরল জীবন যাপন করে। সে দিন এনে দিন খায়। তাকে সারা দিন কাজ করতে হয়। সে খুবই কর্মঠ এবং কঠোর পরিশ্রমী। সে জানে না বিশ্রাম কি। সে ঠিক যেন মেশিনের মত কাজ করে। সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং কাজের জন্য বেরিয়ে পড়ে। দিনটি খুব রােদ্রজ্জ্বল অথবা বৃষ্টিন্নাত তা বিষয় নয়, তাকে কাজের জন্য যেতেই হয়। কঠোর পরিশ্রম সত্ত্বেও, তার আয় তার পরিবারকে ভরণপােষণ করতে যথেষ্ট নয়। তার ছেলে-মেয়েরা যথাযথ শিক্ষা পায় না এবং তার পরিবারের সদস্যরা যথাযথ চিকিৎসা সুবিধা পায় না। সে কোনভাবে তার পরিবারের ভরণপােষণ করে। সে সাধারণত কুটিরে বাস করে। মাঝে মাঝে তাকে এবং তার পরিবারকে অনাহারে থাকতে হয়। এক কথায়, সে অত্যন্ত শােচনীয় জীবন যাপন করে। যখন সে তার পরিবারের জন্য বিশেষ কিছু কিনতে পারে, তখন তার আনন্দের সীমা থাকে না। সে সবসময় তার পরিবারের সদস্যদের চাহিদাগুলাে তুষ্ট করতে চেষ্টা করে। যদিও সে জাতির সেবা করে, তবুও তাকে প্রায়ই তার অধিকারগুলাে থেকে বঞ্চিত করা হয়। সুতরাং, আমাদের উচিত তাকে সহায়তা করা যাতে সে যথােচিত জীবন যাপন করতে পারে।

Post a Comment

Previous Post Next Post