04 । Early rising । প্রত্যুষে জাগরণ । Paragraph-Writing ।

👉Write a paragraph on 'Early rising' by answering the following questions.

নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়ে 'প্রত্যুষে জাগরণের' উপর একটি অনুচ্ছেদ লিখুন।

04 । Early rising । প্রত্যুষে জাগরণ । Paragraph-Writing ।
Early rising.

(a) What is early rising?
(b) Is it good or bad? If good, why?
(d) What in the situation of nature at that time?
(e) What can get in the morning air?
(c) What is its benefit?

(ক) প্রত্যুষে জাগরণ কী?
(খ) এটা ভাল না খারাপ? ভাল থাকলে কেন?
(ঘ) সেই সময়ের প্রকৃতির পরিস্থিতি কী?
(ঙ) সকালের বাতাসে কী পাওয়া যায়?
(গ) এর সুবিধা কী?

Early rising.

Answer : Getting up early means getting up early in the morning. This is a good habit. This is good for your health. Early birds can  walk a little in the morning. The morning air is fresh. So the lark can get fresh oxygen. The fresh air also refreshes his mind. The tranquility of nature calms his mind. He enjoys the enchanting beauty of nature. Beautiful birds, clear skies, and the stillness of nature make him think of Allah. A light morning walk makes him active. This helps him to continue his daily walks without interruption. Those who get up early can have enough time to get the job done. Everyone needs to form a habit.

প্রত্যুষে জাগরণ।

বঙ্গানুবাদ : প্রত্যুষে জাগরণ বলতে খুব সকালে ঘুম থেকে উঠাকে বুঝায়। এটি একটি ভালাে অভ্যাস। এটি স্বাস্থ্যের জন্য ভালাে। প্রত্যুষে উঠা ব্যক্তি সকালে সামান্য হাঁটাহাটি করতে পারে। সকালে বায়ু নির্মল থাকে। তাই প্রত্যুষে উঠা ব্যক্তি নির্মল অক্সিজেন সেবন করতে পারে। নির্মল বায়ু তার মনকে সজীব করে তােলে। প্রকৃতির নীরবতা তার মনকে প্রশান্তি দেয়। সে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভােগ করতে পারে। সুন্দর পাখি, নির্মল আকাশ, প্রকৃতির নীরবতা তাকে আল্লাহ সম্পর্কে ভাবায়। সকালের সামান্য হাঁটাহাটি তাকে কর্মঠ করে। এটি তাকে দিনের কাজকে একটানা চালিয়ে যেতে সাহায্য করে। একজন প্রত্যুষে উঠা ব্যক্তি দায়িত্ব পালন করতে অনেক সময় পায়। প্রত্যেকের এ অভ্যাস গড়ে তােলা উচিত।

Post a Comment

Previous Post Next Post