01 । A Rickshaw Puller । একজন রিকশা চালক । Paragraph-Writing ।

👉Write a paragraph on 'A Rickshaw Puller' by answering the following questions.

নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়ে 'একজন রিকশা চালক' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

01 । A Rickshaw Puller । একজন রিকশা চালক । Paragraph-Writing ।
A Rickshaw Puller.

(a) Who is a Rickshaw Puller?
(b) How does he lead his life?
(c) Where does he live?
(d) How much is his income?
(e) What happens when he earn too little?

(ক) রিকশা চালক কে?
(খ) কীভাবে তিনি তাঁর জীবনযাপন করেন?
(গ) তিনি কোথায় থাকেন?
(ঘ) তার আয় কত?
(ঙ) খুব অল্প উপার্জন করলে কী ঘটে?

A Rickshaw Puller.

Answer : A person who drives a rickshaw is called a rickshaw puller. A rickshaw puller is well known in the city and town. She supports her family in many hardships. He wakes up very early in the morning and goes out on the road in a rickshaw, carrying passengers from one place to another. In all weathers, good or bad, he is seen carrying passengers. Although a rickshaw puller drives a rickshaw from morning till night, he still lives a very poor and hard life. She often cannot afford to buy good food and clothes for herself and her family. He has no rickshaw of his own. He lives in a slum. Her clothes are very worn. His income is very negligible. When he earns very little, he cannot afford to buy food for himself and his family. If he earns more than he expects, then a smile appears on his face. But this possibility may be very uncommon in his life.

একজন রিকশা চালক।

বঙ্গানুবাদ : যে লােক রিকশা চালিয়ে জীবনযাপন করে তাকে রিকশাওয়ালা বলে। একজন রিকশাচালক শহর ও নগরে সুপরিচিত। সে অনেক কষ্টের মধ্যে পরিবার ভরণপােষণ করে। সে খুব সকালে ঘুম থেকে উঠে ও রিকশা নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, একস্থান থেকে অন্যস্থানে যাত্রী বহন করে নিয়ে যেতে। ভালাে বা মন্দ সব আবহাওয়ায়, তাকে যাত্রী বহন করতে দেখা যায়। যদিও একজন রিকশাচালক সকাল থেকে রাত্রি পর্যন্ত রিকশা চালায়, তবুও সে খুব দরিদ্র ও কঠোর জীবন যাপন করে। সে প্রায়ই তার নিজের ও পরিবারের জন্য ভালাে খাবার ও কাপড় কিনতে সমর্থ হয় না। তার নিজের কোন রিকশা নেই। সে বস্তিতে বাস করে। তার পােশাক খুব জীর্ণ। তার আয় খুব নগণ্য। যখন সে খুব কম আয় করে, তখন সে তার নিজের এবং পরিবারের খাবার কিনতে সমর্থ হয় না। যদি সে তার প্রত্যাশার চেয়ে বেশি আয় করে, তখন তার মুখে হাসি ফোটে। কিন্তু এই সুযােগ তার জীবনে খুব বিরল।

Post a Comment

Previous Post Next Post